****উলিপুর সরকারি কলেজে আপনাকে স্বাগতম****

জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ হবে

0 comments
জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি হাতে নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রতিজন শহীদের সম্মানে একটি করে বৃক্ষরোপণ করা হবে। ঢাকাসহ দেশের ৬৪ জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করবে বন অধিদপ্তর।  

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৯ জুলাই ৬৪টি জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ বৃক্ষরোপণ করবে বন অধিদপ্তর। শহীদদের স্মরণে বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের একটি কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এরপর ২ জুলাই তাদের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ কর্মসূচি বাস্তবায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নে বন অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।