****উলিপুর সরকারি কলেজে আপনাকে স্বাগতম****

উলিপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম

0 comments

 উলিপুর সরকারি কলেজের ইতিহাস উলিপুর উপজেলার একমাত্র সরকারি কলেজ হিসেবে পরিচিত। এটি ১৯৬৪ সালে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৭ সালের ১ জুলাই জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠাকালে এর নাম ছিল 'উলিপুর বি. ডি. কলেজ' বা 'উলিপুর বেসিক ডেমোক্রাটস কলেজ', কারণ এটি স্থানীয় বেসিক ডেমোক্রাটসদের প্রচেষ্টা ও অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রয়াত হেমেন্দ্র চন্দ্র দত্তের নেতৃত্বে ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় কলেজটি গড়ে ওঠে। তহবিল সংগ্রহে তারা প্রাথমিকভাবে ১৭,০০০ টাকা অনুদান দেন। এছাড়া, কলেজের উন্নয়নে স্থানীয় ব্যক্তিত্বদের অসামান্য অবদান রয়েছে।[৩]


কলেজটি প্রথমে উলিপুর এম. এস. উচ্চ বিদ্যালয়ের টিনের ঘরে শুরু হয় এবং পরবর্তীতে মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দীর বাহারবন্দের অধিগৃহীত জমিতে স্থানান্তরিত হয়। বর্তমানে কলেজটি নিজস্ব ভবনে অবস্থিত, যা ১৯৮০ সালে নির্মিত হয়। প্রতিষ্ঠালগ্নে মানবিক ও বাণিজ্য বিভাগ দিয়ে শুরু হলেও ১৯৬৯ সালে বিজ্ঞান বিভাগ যুক্ত করা হয়।[৩]